অভিনেত্রী জয়া আহসান মানেই পর্দায় দৃঢ় উপস্থিতি আর বাস্তব জীবনে পরিমিত আভিজাত্য। অভিনয়ের পাশাপাশি তার ফ্যাশন সেন্সও বরাবরই দর্শক ও অনুরাগীদের দৃষ্টি কাড়ে। বছর শেষের শীতল আমেজে এবারও ব্যতিক্রম হয়নি। নতুন লুকে সমাজমাধ্যমে হাজির হয়ে তিনি মুহূর্তেই আলোচনায় চলে এসেছেন।
সম্প্রতি নিজের সমাজমাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করেছেন জয়া আহসান। ছবিগুলোতে তাকে দেখা গেছে একেবারে ভিন্ন এক ‘ডিসেম্বর মুড’-এ। ক্যাপশনে সংক্ষেপেই লিখেছেন—‘ডিসেম্বর মুড।’ তবে অল্প কথার সেই ক্যাপশনই যেন ছবির আবহকে আরও স্পষ্ট করে তুলেছে।
ছবিতে জয়ার পরনে ছিল আইভরি রঙের স্লিভলেস বোলজার-স্টাইল ড্রেস। আধুনিক কাট আর পরিমিত নকশার এই পোশাকে তাকে দেখা গেছে স্বচ্ছন্দ ও মার্জিত ভঙ্গিতে। সাজে ছিল না বাড়াবাড়ি, কিন্তু প্রতিটি উপাদানেই ছিল রুচির ছাপ। গলায় সোনালি চোকার, যার মাঝখানে সবুজ পাথরের সূক্ষ্ম উপস্থিতি পুরো লুকের সঙ্গে সুন্দর কনট্রাস্ট তৈরি করেছে। হাতে বড় একটি স্টেটমেন্ট রিং তার মিনিমাল অথচ আত্মবিশ্বাসী স্টাইলকে আরও স্পষ্ট করেছে।
বরাবরের মতোই জয়ার এই নতুন লুক মুগ্ধ করেছে ভক্তদের। মন্তব্যের ঘরে প্রশংসার বন্যা বইছে। কেউ লিখেছেন, ‘ওয়াও, অসাধারণ সুন্দর,’ আবার কেউ বলেছেন, ‘দারুণ লাগছে আপু।’ সব মিলিয়ে শীতের শেষে জয়ার এই ফুরফুরে উপস্থিতি যেন ভক্তদের মনেও এনে দিয়েছে উষ্ণতার ছোঁয়া।
মন্তব্য করুন