
মোবাইল ফোনের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে আমদানিতে উল্লেখযোগ্য শুল্ক ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুটি পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
এনবিআরের তথ্য অনুযায়ী, পূর্ণাঙ্গ মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এর ফলে মোবাইল ফোন আমদানিতে বিদ্যমান আমদানি শুল্কের পরিমাণ প্রায় ৬০ শতাংশ কমেছে। সংশ্লিষ্টদের ধারণা, এই সিদ্ধান্তের প্রভাব সরাসরি বাজারমূল্যে পড়বে।
একই সঙ্গে দেশীয় মোবাইল ফোন সংযোজন শিল্পকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে আলাদা উদ্যোগ নেওয়া হয়েছে। মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠানগুলোর উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে এসব প্রতিষ্ঠানের উপকরণ আমদানিতে বিদ্যমান শুল্কের হার প্রায় ৫০ শতাংশ কমে এসেছে।
এনবিআর জানিয়েছে, নতুন শুল্ক কাঠামো কার্যকর হলে ৩০ হাজার টাকার বেশি দামের আমদানিকৃত প্রতিটি পূর্ণাঙ্গ মোবাইল ফোনের দাম গড়ে প্রায় ৫ হাজার ৫০০ টাকা কমতে পারে। পাশাপাশি, একই মূল্যের দেশে সংযোজিত প্রতিটি মোবাইল ফোনের দাম আনুমানিক ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
রাজস্ব বোর্ডের ভাষ্য অনুযায়ী, মোবাইল ফোন আমদানি ও সংযোজন শিল্পের উপকরণে শুল্ক উল্লেখযোগ্যভাবে কমানোর ফলে সব ধরনের মোবাইল ফোনের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে। এতে দেশের নাগরিকদের জন্য ডিজিটাল সেবা গ্রহণ আরও সহজ হবে বলে সরকারের প্রত্যাশা। মোবাইল ফোনের দাম জনগণের সামর্থ্যের মধ্যে রাখতে সরকারের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
মন্তব্য করুন