
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন অনেক শিক্ষার্থীরই থাকে। তবে আইইএলটিএসের বাধ্যবাধকতা ও উচ্চ ব্যয়ের কারণে সেই স্বপ্ন অনেক সময় বাস্তবায়িত হয় না। এবার সেই বাধা অনেকটাই দূর করেছে ইতালির স্বনামধন্য ইউনিভার্সিটি অব ক্যামেরিনো (University of Camerino)। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষা ও মাসিক বৃত্তির সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি।
ইতালির মধ্যাঞ্চলে অবস্থিত ইউনিভার্সিটি অব ক্যামেরিনো দেশটির অন্যতম প্রাচীন ও সম্মানজনক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। ১৩৩৬ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় শতাব্দীপ্রাচীন ঐতিহ্যের পাশাপাশি আধুনিক শিক্ষা ও গবেষণায় বিশেষ সুনাম অর্জন করেছে। উন্নত গবেষণাগার, শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আলাদা সহায়তা কর্মসূচির কারণে এটি ইউরোপজুড়ে শিক্ষার্থীদের কাছে জনপ্রিয়।
বৃত্তির সুযোগ
ইউনিভার্সিটি অব ক্যামেরিনোতে পড়াশোনার জন্য একাধিক স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। এর মধ্যে রয়েছে ইতালিয়ান সরকারের অর্থায়নে পরিচালিত গভর্নমেন্ট স্কলারশিপ, মেধাবী শিক্ষার্থীদের জন্য ইউনিক্যাম এক্সেলেন্স স্কলারশিপ, ইউরোপজুড়ে শিক্ষার্থী বিনিময়ের ইরাসমাস প্রোগ্রাম এবং স্থানীয় পর্যায়ের মার্কে রিজিওনাল স্কলারশিপ।
কী কী সুবিধা মিলবে
এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা টিউশন ফি সম্পূর্ণ অথবা আংশিক মওকুফের সুবিধা পাবেন। পাশাপাশি মাসিক জীবনযাত্রার খরচ হিসেবে ৩০০ থেকে সর্বোচ্চ ৮০০ ইউরো পর্যন্ত স্টাইপেন্ড দেওয়া হবে। যোগ্য শিক্ষার্থীদের জন্য স্বল্প খরচে কিংবা বিনা মূল্যে আবাসনের সুযোগ রয়েছে। স্বাস্থ্য সুরক্ষার জন্য থাকবে হেলথ ইনস্যুরেন্স এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইতালিয়ান ভাষা শেখার বিশেষ কোর্সেও অংশ নেওয়ার সুযোগ মিলবে।
কারা আবেদন করতে পারবেন
বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর ভালো একাডেমিক রেকর্ড থাকতে হবে। স্নাতক পর্যায়ের জন্য উচ্চমাধ্যমিক বা সমমানের সনদ এবং স্নাতকোত্তর পর্যায়ের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। আইইএলটিএস বাধ্যতামূলক নয়, তবে ইংরেজিতে পড়াশোনার সক্ষমতার প্রমাণ দিতে হবে।
পড়াশোনার বিষয়
এই বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি, লাইফ সায়েন্সেস, আর্কিটেকচার ও ডিজাইন, সামাজিক বিজ্ঞান, ফার্মেসি এবং স্বাস্থ্যবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী শিক্ষার্থীরা ইউনিভার্সিটি অব ক্যামেরিনোর নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৩১ মার্চ ২০২৬।
মন্তব্য করুন