
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে এসে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ভর্তিচ্ছু শিক্ষার্থীর। নিহত শিক্ষার্থীর নাম মো. তাহেরুজ জামান আকাশ। তিনি খুবির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে ঢাকায় এসেছিলেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবনে অবস্থিত রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে পরীক্ষা দিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আকাশ। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। তবে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানান, ভর্তি পরীক্ষার কেন্দ্রে অসুস্থতা অনুভব করার পর ওই শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
জানা গেছে, শুক্রবার বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের (লাইফ সায়েন্স স্কুল) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষা একযোগে খুলনা, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম—এই চারটি কেন্দ্রে আয়োজন করা হয়। মো. তাহেরুজ জামান আকাশ ঢাকা কেন্দ্র থেকেই পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এবছর এই ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য মোট ২৮ হাজার ৯৬৮ জন ভর্তিচ্ছু আবেদন করেছিলেন। তবে প্রকৃত অংশগ্রহণকারীর সংখ্যা এখনো জানা যায়নি।
ভর্তি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ দিনে এমন হৃদয়বিদারক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সহপাঠী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে।
মন্তব্য করুন