
নতুন বছর ২০২৬ উপলক্ষে দেশবাসীর প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসি’র ভাইস প্রেসিডেন্ট ও ব্রাঞ্চ হেড মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, নতুন বছর সবার জীবনে বয়ে আনুক শান্তি, সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য। বিগত বছরের সকল হতাশা ও দুঃখ পেছনে ফেলে নতুন আশায় এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
মোহাম্মদ জাহাঙ্গীর আলম আরও বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকিং খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন বছরে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি গ্রাহকসেবার মান আরও উন্নত করতে এবং দেশের আর্থিক অগ্রযাত্রায় সক্রিয় ভূমিকা রাখতে অঙ্গীকারবদ্ধ।
তিনি সকল গ্রাহক, শুভানুধ্যায়ী, কর্মকর্তা-কর্মচারী ও দেশবাসীর সার্বিক কল্যাণ কামনা করে নতুন বছরের শুভেচ্ছা জানান।
মন্তব্য করুন