
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় একটি পুরোনো মাজারে ভাঙচুর ও ভেতরে মলমূত্র নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতের কোনো একসময় গৌরীপুর উপজেলার টেঙ্গাপাড়া গ্রামে অবস্থিত কয়েক শ বছরের পুরোনো শাহজাহান উদ্দিন (র.) আউলিয়া মাজারে এ ঘটনা ঘটে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে মাজারে আসা ভক্তরা ভাঙচুরের চিহ্ন দেখতে পান।
স্থানীয় সূত্র জানায়, মাজারের মূল অংশের বাউন্ডারি ভেঙে ফেলা হয়েছে। পাশাপাশি মাজারের ভেতরে ও আশপাশে পলিথিনে ভরা মানুষের মলমূত্র ও গোবর নিক্ষেপ করা হয়, যা ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত করেছে।
ঘটনাটি জানাজানি হলে মাজার এলাকায় স্থানীয়দের ভিড় বাড়তে থাকে। তারা দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্থানীয় ইউপি সদস্য মো. জুয়েল মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মাজারের ভাঙচুরের চিহ্ন দেখা গেছে। বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে।
মাজারের খাদেম মো. সাইদুর রহমান (৭০) বলেন, প্রায় চার দশক ধরে তিনি মাজারের সঙ্গে যুক্ত। অতীতে কখনো এমন ঘটনা ঘটেনি। পূর্বপুরুষদের কাছ থেকে জানা যায়, মুঘল আমল থেকেই এই মাজারের অস্তিত্ব রয়েছে এবং প্রতিবছর বহু ভক্ত এখানে আসেন।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মাজারের একাংশ ভাঙচুর করা হয়েছে এবং ভেতরে মলমূত্র নিক্ষেপের প্রমাণ পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। ঘটনার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
মন্তব্য করুন