
রাজধানী ঢাকায় শীতের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস বইতে থাকায় তাপমাত্রা কমে গেছে। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে প্রায় ১৩ ডিগ্রি সেলসিয়াসে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, আজ সকাল থেকে ঢাকাসহ আশপাশের এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। এ সময় ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে ঠান্ডা বাতাস প্রবাহিত হতে পারে। দিনের বেলায় তাপমাত্রা সামান্য বাড়লেও শীতের অনুভূতি বজায় থাকবে।
সকালে ঢাকার বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল বেশ বেশি, ফলে কনকনে শীত বেশি অনুভূত হচ্ছে। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা দিতে পারে। কোথাও কোথাও এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে। এতে সড়ক ও নৌপথে চলাচলে কিছুটা বিঘ্ন ঘটতে পারে। পাশাপাশি দৃশ্যমানতা কমে যাওয়ায় সতর্কভাবে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
শীতের এই পরিস্থিতিতে প্রয়োজন ছাড়া ভোরের দিকে বাইরে বের না হওয়া এবং শিশু ও বয়স্কদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
মন্তব্য করুন