
কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটসংলগ্ন বাঁকখালী নদীতে সেন্ট মার্টিনগামী একটি পর্যটকবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল আনুমানিক সাতটার দিকে ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ নামের জাহাজটিতে হঠাৎ করে আগুন ধরে যায়।
ঘটনার সময় জাহাজে কোনো পর্যটক না থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। এখন পর্যন্ত হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রশাসন।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিস কাজ করছে এবং অগ্নিকাণ্ডে জাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে জাহাজটির একটি বড় অংশ পুড়ে গেছে।
তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
এদিকে অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ঘাট এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। নিরাপত্তার স্বার্থে কিছু সময়ের জন্য ওই এলাকায় নৌ চলাচলেও বিঘ্ন ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন যৌথভাবে কাজ করছে।
মন্তব্য করুন