
ঝালকাঠির রাজাপুর উপজেলায় বাজি ধরে পানিতে বারবার ডুব দিতে গিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম মো. বাবুল মোল্লা (৪৫)। তিনি পেশায় কৃষক ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে রাজাপুর এলাকার একটি খালে ৫০০ টাকা বাজি ধরে ১০০ বার পানিতে ডুব দেওয়ার চ্যালেঞ্জ নেন বাবুল মোল্লা। নির্ধারিত সংখ্যকবার ডুব দিয়ে তিনি খাল থেকে উঠে এলেও কিছুক্ষণ পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
পরে স্বজন ও স্থানীয়রা তাকে দ্রুত রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বাবুল মোল্লা উপজেলার বড়ইয়া মোল্লা বাড়ির বাসিন্দা এবং মো. আনছার মোল্লার ছেলে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
মন্তব্য করুন