
খুলনায় দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার। সোমবার (২২ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে তার মাথা লক্ষ্য করে গুলি করা হয়।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসকরা তার শারীরিক অবস্থাকে আশঙ্কাজনক বলে জানিয়েছেন।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) অনিমেষ মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, মোতালেব নামের এক ব্যক্তিকে গুলি করার পর উপস্থিত লোকজন তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে তার মাথার সিটি স্ক্যানের জন্য শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নেওয়া হয়।
তবে হামলাটি থানার কোন এলাকায় সংঘটিত হয়েছে—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য দিতে পারেননি তিনি।
এদিকে, দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু জানান, এনসিপির খুলনা বিভাগীয় প্রধান ও জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে গুলি করা হয়েছে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
উল্লেখ্য, এর আগেও চলতি মাসে রাজধানীতে এনসিপির আরেক নেতার ওপর প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে। গত ১২ ডিসেম্বর পুরানা পল্টনের বক্স-কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদিকে মাথায় গুলি করা হলে তিনি গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।
পরপর এ ধরনের হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে।
মন্তব্য করুন