Dhaka , বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

লাল রঙের সবজিতে শরীর পায় বাড়তি সুরক্ষা

শরীর সুস্থ রাখতে নানা ধরনের খাবার প্রয়োজন হলেও প্রকৃতির দেওয়া রঙিন শাকসবজির স্বাস্থ্যগুণ সত্যিই চমকপ্রদ। বিশেষ করে লাল রঙের সবজি—লাল ক্যাপসিকাম, বিট, টমেটো বা লাল বাঁধাকপি শুধু খাবারের রং-রুচি বাড়ায় না, বরং শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে।
লাল সবজির উজ্জ্বল রঙের পেছনে রয়েছে অ্যান্থোসায়ানিন ও লাইকোপিন নামের অ্যান্টিঅক্সিড্যান্ট। এই উপাদানগুলো শরীরের ক্ষতিকর ফ্রি র‍্যাডিক্যাল কমায় এবং কোষকে সুরক্ষা দেয়। গবেষণায় দেখা গেছে, নিয়মিত লাল সবজি খেলে কিছু ধরনের ক্যান্সারের ঝুঁকি কমে।
বিট রক্ত পরিশোধন, রক্তচাপ নিয়ন্ত্রণ এবং রক্তসঞ্চালন উন্নত করতে কার্যকর। লাল বাঁধাকপিতে থাকে প্রচুর ভিটামিন–সি, ভিটামিন–কে এবং ফাইবার, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
এ ছাড়া লাল ক্যাপসিকাম ও বিট রক্তে শর্করা নিয়ন্ত্রণেও উপকারী। এই সবজি ধীরে হজম হয়, ফলে রক্তে সুগারের হঠাৎ বৃদ্ধির ঝুঁকি কমে। ফাইবারসমৃদ্ধ হওয়ায় এগুলো হজম শক্তি বাড়ায় এবং অন্ত্র পরিষ্কার রাখতে সহায়তা করে।
হৃদরোগের ঝুঁকি কমাতেও লাল সবজি বড় ভূমিকা রাখে। অ্যান্টিঅক্সিড্যান্ট ও খনিজ উপাদান রক্তচাপ স্বাভাবিক রাখে এবং ধমনীর প্রদাহ কমায়। তাই হৃদরোগ–ঝুঁকিতে থাকা ব্যক্তিদের খাদ্যতালিকায় লাল সবজি রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
ত্বকের যত্নেও লাল সবজি সমান কার্যকর। লাল ক্যাপসিকামের ভিটামিন–সি ত্বক টানটান রাখে, আর বিট রক্ত পরিষ্কার করে মুখে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে।
বিশেষজ্ঞদের মতে, প্রতিদিনের খাবারে এক মুঠো লাল সবজি যুক্ত করলেই শরীর পায় প্রাকৃতিক সুরক্ষা। তবে কিডনি বা বিশেষ স্বাস্থ্য সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে খাদ্যাভ্যাস বদলানো উচিত।

ট্যাগ :

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয় খবর

লাল রঙের সবজিতে শরীর পায় বাড়তি সুরক্ষা

আপডেট সময় : ০৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫

শরীর সুস্থ রাখতে নানা ধরনের খাবার প্রয়োজন হলেও প্রকৃতির দেওয়া রঙিন শাকসবজির স্বাস্থ্যগুণ সত্যিই চমকপ্রদ। বিশেষ করে লাল রঙের সবজি—লাল ক্যাপসিকাম, বিট, টমেটো বা লাল বাঁধাকপি শুধু খাবারের রং-রুচি বাড়ায় না, বরং শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে।
লাল সবজির উজ্জ্বল রঙের পেছনে রয়েছে অ্যান্থোসায়ানিন ও লাইকোপিন নামের অ্যান্টিঅক্সিড্যান্ট। এই উপাদানগুলো শরীরের ক্ষতিকর ফ্রি র‍্যাডিক্যাল কমায় এবং কোষকে সুরক্ষা দেয়। গবেষণায় দেখা গেছে, নিয়মিত লাল সবজি খেলে কিছু ধরনের ক্যান্সারের ঝুঁকি কমে।
বিট রক্ত পরিশোধন, রক্তচাপ নিয়ন্ত্রণ এবং রক্তসঞ্চালন উন্নত করতে কার্যকর। লাল বাঁধাকপিতে থাকে প্রচুর ভিটামিন–সি, ভিটামিন–কে এবং ফাইবার, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
এ ছাড়া লাল ক্যাপসিকাম ও বিট রক্তে শর্করা নিয়ন্ত্রণেও উপকারী। এই সবজি ধীরে হজম হয়, ফলে রক্তে সুগারের হঠাৎ বৃদ্ধির ঝুঁকি কমে। ফাইবারসমৃদ্ধ হওয়ায় এগুলো হজম শক্তি বাড়ায় এবং অন্ত্র পরিষ্কার রাখতে সহায়তা করে।
হৃদরোগের ঝুঁকি কমাতেও লাল সবজি বড় ভূমিকা রাখে। অ্যান্টিঅক্সিড্যান্ট ও খনিজ উপাদান রক্তচাপ স্বাভাবিক রাখে এবং ধমনীর প্রদাহ কমায়। তাই হৃদরোগ–ঝুঁকিতে থাকা ব্যক্তিদের খাদ্যতালিকায় লাল সবজি রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
ত্বকের যত্নেও লাল সবজি সমান কার্যকর। লাল ক্যাপসিকামের ভিটামিন–সি ত্বক টানটান রাখে, আর বিট রক্ত পরিষ্কার করে মুখে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে।
বিশেষজ্ঞদের মতে, প্রতিদিনের খাবারে এক মুঠো লাল সবজি যুক্ত করলেই শরীর পায় প্রাকৃতিক সুরক্ষা। তবে কিডনি বা বিশেষ স্বাস্থ্য সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে খাদ্যাভ্যাস বদলানো উচিত।