আজ ৭ ডিসেম্বর—নোয়াখালী জেলা মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর দখলমুক্ত হয় প্রাণের নোয়াখালী। দীর্ঘ নয় মাসের রক্তঝরা যুদ্ধ শেষে মুক্তিযোদ্ধাদের সম্মিলিত আক্রমণে পতন ঘটে দখলদার বাহিনীর। বিজয়ের আনন্দে ভাসে পুরো জেলা।
নোয়াখালীর গর্ব, দেশের বীরত্বগাথার এক উজ্জ্বল নাম বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন। স্বাধীনতার চূড়ান্ত প্রহরে সমুদ্রপথে চালানো নৌ-অভিযানে অসীম সাহসিকতা দেখিয়ে তিনি জীবন উৎসর্গ করেন মাতৃভূমির জন্য। তাঁর ত্যাগ আর বীরত্ব আজও স্বাধীনতার ইতিহাসে অমর।
মুক্ত দিবসের এ দিনে নোয়াখালীর সর্বস্তরের মানুষ শহীদ রুহুল আমিনসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সব শহীদকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছে।

রিপোর্টারের নাম 


















