জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য ইনকোর্স পরীক্ষাসংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রবিবার (৭ ডিসেম্বর) পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিটি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনার্স ৪র্থ বর্ষের নিয়মিত ও অনিয়মিত সব শিক্ষার্থী— এমনকি যারা এখনো ফরম পূরণ করেনি, তাদের ক্ষেত্রেও ইনকোর্স পরীক্ষার নম্বর ও ক্লাসে উপস্থিতির নম্বর অবশ্যই বিশ্ববিদ্যালয় নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে এন্ট্রি করতে হবে।
এছাড়া জানানো হয়, অনলাইনে যে ইনকোর্স নম্বর এন্ট্রি হবে, তার ভিত্তিতেই ফরম পূরণের জন্য শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা (Probable List) প্রস্তুত করা হবে। তাই সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই ইনকোর্স পরীক্ষার সব কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।

রিপোর্টারের নাম 

















