রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায় ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। শুক্রবার বিকাল প্রায় ৪টা ৪৫ মিনিটে একটি পূর্ণবয়স্ক সিংহ নিজ খাঁচা থেকে বেরিয়ে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার।
তিনি জানান, সিংহটি চিড়িয়াখানা থেকে বের হয়ে যায়নি, বরং চিড়িয়াখানার ভেতরেই অবস্থান করছে।
তার গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। চিড়িয়াখানার প্রশিক্ষিত কর্মীরা নিরাপদে প্রাণীটিকে ধরার চেষ্টা করছে।
ঘটনার পরপরই চিড়িয়াখানার ভেতরে থাকা সব দর্শনার্থীকে দ্রুত বের করে দেওয়া হয়। নিরাপত্তা উদ্বেগের কারণে আশপাশের এলাকাতেও সতর্কতা জারি করা হয়েছে।
সিংহটি কীভাবে খাঁচা থেকে বের হলো—এ বিষয়ে পরিচালক জানান, খাঁচার গ্রিল বা ফেন্সিং কোথাও ভাঙা বা ক্ষতিগ্রস্ত পাওয়া যায়নি।
সম্ভবত খাঁচার দরজায় সঠিকভাবে তালা লাগানো হয়নি। দরজা দিয়েই বের হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
ঘটনার কারণ অনুসন্ধানে রাতেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন তিনি। বর্তমানে জাতীয় চিড়িয়াখানায় মোট ৫টি সিংহ রয়েছে।

রিপোর্টারের নাম 
















