তেজগাঁও কলেজে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ৫ম আন্তঃবিভাগ বিতর্ক উৎসব ২০২৫।
বুধবার (৩ ডিসেম্বর) কলেজ অডিটোরিয়ামে বিভিন্ন বিভাগের অংশগ্রহণে আয়োজিত এই বুদ্ধিবৃত্তিক প্রতিযোগিতায় উত্তেজনা, যুক্তি আর বাক-পটুতা ছিল চোখে পড়ার মতো।
সব রাউন্ড পেরিয়ে ফাইনালে মুখোমুখি হয় রসায়ন বিভাগ ও বোটানি বিভাগ। এই প্রতিযোগিতায় শেষ পর্যন্ত বোটানি বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রসায়ন বিভাগ।
ফাইনাল পর্বে দুই দলই অসাধারণ যুক্তি, তথ্যপ্রমাণ ও ভাষাগত দক্ষতা প্রদর্শন করে। তবে রসায়ন বিভাগের বিতার্কিকরা অধিক সুসংগঠিত বক্তব্য, তীক্ষ্ণ জবাব এবং তথ্যসমৃদ্ধ উপস্থাপনার মাধ্যমে বিচারকদের মন জয় করে নেয়।
প্রথম-প্রধানমন্ত্রী মো: আল-আমিন হোসেন (২০২১-২০২২), দ্বিতীয় বক্তা-মন্ত্রী এস. এম. শাফিন মাহামুদ আকাশ (২০২৩-২০২৪) এবং তৃতীয় বক্তা-সংসদ সদস্য মোঃ ফয়সাল (২০২২-২০২৩)।
আয়োজকদের মতে, এবারের বিতর্ক উৎসব ছিল কলেজের সবচেয়ে সক্রিয় ও প্রাণবন্ত প্রতিযোগিতাগুলোর একটি। প্রতিযোগিতা শেষে বিজয়ী রসায়ন বিভাগকে ট্রফি ও সনদ তুলে দেওয়া হয়।
রসায়ন বিভাগের শিক্ষার্থীরা জানান, এটা শুধু আমাদের জয় নয়—আমাদের শিক্ষক এবং পুরো বিভাগের সম্মিলিত প্রচেষ্টার ফল।
উৎসবের সমাপনীতে অতিথিরা শিক্ষার্থীদের যুক্তিপূর্ণ চিন্তা, গবেষণা ও উপস্থাপনা দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন আরও বাড়ানোর সুপারিশ করেন।

রিপোর্টারের নাম 















