স্পোর্টস ডেস্ক:
২০২৬ বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ড্র অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে। আর সেই ড্রতেই নিশ্চিত হলো—দুই ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল তাদের আসরের প্রথম ম্যাচে নামবে আফ্রিকার প্রতিনিধিদের বিপক্ষে।
ড্র অনুযায়ী বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জায়গা পেয়েছে ‘জে’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া এবং প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে উঠা এশিয়ার দল জর্ডান। লিওনেল মেসিদের প্রথম ম্যাচ আলজেরিয়ার বিপক্ষে নির্ধারিত হয়েছে ১৬ জুন। ভেন্যু হিসেবে তালিকায় আছে কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়াম বা ক্যালিফোর্নিয়ার লিভাইস স্টেডিয়াম। ফিফা শিগগিরই চূড়ান্তভাবে কোন ভেন্যুতে ম্যাচটি হবে, তা ঘোষণা করবে।
অন্যদিকে ব্রাজিলের সামনে শুরুতেই থাকছে আফ্রিকার দলের চ্যালেঞ্জ—তবে ড্র অনুযায়ী ব্রাজিলের গ্রুপ ও প্রতিপক্ষের বিস্তারিত পরে প্রকাশিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আসর। ড্র শেষ হওয়ায় এখন অধীর অপেক্ষা—কিভাবে শুরু করবে দুই লাতিন পরাশক্তি তাদের শিরোপা মিশন।

রিপোর্টারের নাম 

















