ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক (এইচএসসি) বিভাগের শিক্ষার্থীরা তাদের কলেজের ঐতিহ্য, পরিচিতি ও স্বাতন্ত্র্য রক্ষার দাবিতে সোমবার সকালে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। প্রস্তাবিত স্কুলিং মডেল এবং Dhaka Central University (DCU)–এর খসড়া অধ্যাদেশ বাতিলের দাবিতে কয়েকশ শিক্ষার্থী সকাল থেকেই ব্যানার-প্ল্যাকার্ড হাতে অবস্থান নেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন — নতুন কাঠামো বাস্তবায়ন হলে ঢাকা কলেজসহ সাত সরকারি কলেজের ভবিষ্যৎ কাঠামো বদলে যাবে, এবং বিশেষত এইচএসসি বিভাগ ধীরে ধীরে তুলে দেওয়ার আশঙ্কা রয়েছে। তাদের মতে, “কলেজের পরিচয় থাকে কলেজ হিসেবে—স্কুলিং মডেল চাপিয়ে দিলে সেই পরিচয়ই নষ্ট হবে।”
অবরোধের ফলে সায়েন্সল্যাব থেকে মিরপুর সড়কমুখী যান চলাচল দীর্ঘ সময় বন্ধ থাকে। অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের ভোগান্তি বাড়তে থাকে। ট্রাফিক পুলিশ যান চলাচল নিয়ন্ত্রণে চেষ্টা চালালেও অবরোধের কারণে এলাকার বেশ কয়েকটি রুটে তীব্র যানজটের সৃষ্টি হয়।

রিপোর্টারের নাম 















